ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

বেলাবোতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ 

দুলাল সরকার
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:২৩ এএম
প্রীতি ফুটবল ম্যাচ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৭নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে বেলাব উপজেলা যুবদলের নেতা মো. মাসুদ মোল্লার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব, উদ্বোধক ৭নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন, বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. হুমায়ুন কবির শরীফ, ৭নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহির মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সার্জেন্ট (অব.) রফিকুল ইসলাম আলকাছ, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন দুলালসহ প্রমুখ।

প্রধান অতিথি মো. আহসান হাবীব বিপ্লব বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য। এ সময় তিনি ছাত্র ও যুবসমাজকে মাদক পরিহার করতে বলে, লেখাপড়া ও খেলাধুলায় আসতে আহ্বান জানান। মাঠের চারপাশে শত শত দর্শক শ্রোতাকে খেলা উপভোগ করতে দেখা গেছে।

প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন তারেক রহমান ফুটবল একাদশ বনাম আরাফাত রহমান কোকো ফুটবল একাদশ।  আরাফাত রহমান কোকো ফুটবল একাদশ ৩-০ গোলে তারেক রহমান ফুটবল ফুটবল একাদশকে পরাজিত করে।