ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে একই দলে সাকিব ও মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:০৪ এএম
যুক্তরাষ্ট্রে একই দলে সাকিব ও মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ার দলে নাম লিখিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও। এরই মধ্যে মাহমুদউল্লাহর অংশগ্রহণ নিশ্চিত করে তাকে ‘স্টার’ আখ্যায়িত করেছেন আয়োজকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছেনÑ ‘স্টার পাওয়ার আনলকড!’

আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের মতে, মোট ছয়টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। আর টুর্নামেন্ট রাঙাবেন মাহমুদউল্লাহ। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও এর আগে ২০২১ সালে টেস্ট ও ২০২৩ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান এবং বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। এর পাশাপাশি তিনি সিপিএল, পিএসএলের মতো বিদেশি লিগেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এদিকে, আটলান্টা ফায়ার দলে রয়েছেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসানও। বর্তমানে সিপিএলে ব্যস্ত থাকা সাকিব টুর্নামেন্টে অংশ নিলে যুক্তরাষ্ট্রের মাটিতে একই দলে দেখা যাবে দুই অভিজ্ঞ টাইগার তারকাকে।