ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশকে হারাতে চায় হংকং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:৩৩ এএম

এশিয়া কাপে ‘বি’ গ্রুপকে বলা হচ্ছে ‘মৃত্যুকূপ’। কেননা, এই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দল রয়েছে। এই গ্রুপ থেকে কারা সুপার ফোরে যাবে, সেটা আগে থেকে বলা মুশকিল। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। ধারাভাষ্যকার হার্শা ভোগলেও ‘বি’ গ্রুপে বাংলাদেশের চেয়ে এগিয়ে রেখেছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। ‘বি’ গ্রুপের অপর দল হংকং। তারা পর্যন্ত বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে না। গতকাল আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলেছে হংকং।

এই ম্যাচের আগে হংকংয়ের তারকা ক্রিকেটার নিজাকাত খান বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই। যে দিনে ভালো খেলেন, জিতবেন। প্রতিপক্ষ শক্তিশালী নাকি দুর্বল দল, তাতে কিছু যায় আসে না। আমরাও আফগানিস্তানকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে আপনি জানেন না কী হবে!’ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ^কাপে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল হংকং। সেই ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৮ রানে। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন নিজাকাত খান। সেই ম্যাচের স্মৃতি হাতড়ে নিজাকাত খান জানালেন, ‘ম্যাচটা বিশেষ ছিল, বাংলাদেশকে তাদের মাঠে হারানো বেশ কঠিন। ম্যাচটা ভালোভাবেই মনে আছে। একটা সময় তারা ভালো খেললেও আমরা ম্যাচে ফিরে আসি।’ আগামীকাল ১১ সেপ্টেম্বর আবার বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। এই ম্যাচে খেলবেন নিজাকাতও। এবারও বাংলাদেশকে সেই দুঃস্বপ্নই উপহার দিতে চাইবে হংকং দল।