এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ছিল বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালে উঠতেই ব্যর্থ হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে ফাইনালে উঠতে পারত তারা। কিন্তু কম রানের পুঁজি পেয়েও পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায় বাংলাদেশ দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে পোস্ট করে ক্ষমা চান বাংলাদেশ দলের অধিনায়ক।
এশিয়া কাপে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠেছিল। সেখানে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ১১ রানের হারে বিদায় নিতে হয়। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও বাজে ব্যাটিং করায় পাকিস্তানের ১৩৫ রানের সংগ্রহ টপকে যেতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়। সব মিলিয়ে এশিয়া কাপটা হতাশাতেই শেষ হলো বাংলাদেশ দলের। এর মধ্যে লিটনকে গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়ার হতাশাও আছে বাংলাদেশের সমর্থকদের মধ্যে। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চোট পান লিটন। এ কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেই সেমিফাইনাল ম্যাচে খেলতে পারেননি।
এ দুটি ম্যাচে লিটনের জায়গায় বাংলাদেশের অধিনায়কত্ব করেন জাকের আলী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল নিজের পেজ থেকে করা পোস্টে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিটন বলেন, ‘এশিয়া কাপ ২০২৫-এ আমরা দল হিসেবে নিজেদের সেরাটা দিয়েছি। ফাইনালে খেলা এবং জেতা ছিল আমাদের মূল্য লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
নিজের চোট এবং গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলতে না পারার বিষয়ে লিটন বলেন, ‘ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারাটা ছিল ভীষণ কষ্টের। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারব না। সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনিÑ এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে।’ শারজায় আগামী বৃহস্পতিবার থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অংশ নেবে বাংলাদেশ, যা শুরু হবে আবুধাবিতে আগামী ৮ অক্টোবর থেকে। লিটনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের। শেষে লিটন লেখেন, ‘সবার শেষে টুর্নামেন্ট-জুড়ে আপনাদের যে বিপুল সমর্থন পেয়েছি, তার জন্য প্রত্যেক সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান; কারণ, আমাদের আছে বিশে^র সেরা সমর্থক। আশা করি, দ্রুতই আপনাদের প্রাপ্যটা আমরা ফিরিয়ে দিতে পারব।’