ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সাফ অ্যাথলেটিকসে পদক জয় মেয়েদেরও

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৫৪ এএম

ভারতের রাচিতে চলমান সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েরাও পদক জয়ের গৌরব অর্জন করল। বাংলাদেশ পুরুষ দলের পর ৪৪০০ মিটার রিলেতে পদক জিতেছে নারী দলও। ৪৪০০ মিটারে পুরুষ বিভাগ দৌড়েছেন মাসুদ রানা, তারেক, নাজিমুল হোসেন রনি ও লুসাদ ইসলাম। তারা ৩ মিনিট ১৫ সেকেন্ড সময় নেন। এই ইভেন্টে প্রথম হওয়া লঙ্কান স্প্রিন্টারদের টাইমিং ৩ মিনিট ৫.১২ সেকেন্ড। রবিবার বিকেলে বাংলাদেশ আরেকটি পদক পেতে পারত। ৪০০ মিটার পুরুষ হার্ডেলসে নাজিমুল হাসান রনি ৫১.০৬ সেকেন্ড টাইমিং করেন। ভারতের কারনা বেগেরও সমান টাইমিং। ফটোফিনিশংয়ে রনি ভারতের হার্ডলারের কাছে ব্রোঞ্জ পদক হারান।

ঘণ্টা তিনেক পর রিলে দলের হয়ে ব্রোঞ্জ জিতে সেই আক্ষেপ খানিকটা ঘুচেছে রনির। ৪৪০০ মিটার নারী ইভেন্টে দৌড়ান শরিফা খাতুন, বর্ষা খাতুন, সুমাইয়া দেওয়ান ও নুসরাত জাহান রুনা। তারা ৩ মিনিট ৫৫.৬৩ সেকেন্ড সময় নেন। বাংলাদেশের কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তার ৪০০ মিটার রিলেতে অংশ নেননি। সাফ অ্যাথলেটিকসে বাংলাদেশের তৃতীয় পদক জিতেছে। ৪১০০ মিটার পুরুষ রিলেতে ব্রোঞ্জ জিতেছিলেন ইসমাইলরা। দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিকসে বাংলাদেশের স্প্রিন্টার স্বর্ণ জিততেন একসময়। এখন রিলে ইভেন্টে ব্রোঞ্জ জয়ই সান্ত¡না।