সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ রয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। জয়ে ফেরার আশা নিয়েই আজ মাঠে নামবে লিটন কুমারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অন্যদিকে, ক্যারিবীয়দের চোখ থাকবে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের দিকে।
ওয়ানডে ফরম্যাটে খেলার পর টি-টোয়েন্টিতে ফিরে যেন খেই হারিয়ে ফেলল বাংলাদেশ! টি-টোয়েন্টির ব্যাটিংটাই যেন ভুলে গেলেন লিটন দাসরা! অন্তত সিরিজের প্রথম দুই ম্যাচে তাদের ব্যাটিং পারফরম্যান্স সেটিই প্রমাণ করে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হয়েছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ১৪৯ রান তুলে সম্মানজনকভাবে হারে বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের জন্য ১৫০ রানের টার্গেট পেয়ে ১৩৫-এ থেমে যায় স্বাগতিকেরা। এই ম্যাচে টপ অর্ডার থেকে রান এলেও মিডল অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। যে কারণে এবার কম রানের টার্গেটও চেজ করা যায়নি। ব্যাটসম্যানদের মধ্যে দায়িত্বহীন ও সামর্থ্যরে বড়ই অভাব দেখা যাচ্ছে। যে উইকেটে ক্যারিবিয়ানরা দারুণ দক্ষতা দেখিয়ে যাচ্ছেন, সেখানে স্বাগতিকদের খাবি খেতে হচ্ছে। সবার চোখ ছিল চোট কাটিয়ে ফেরা অধিনায়ক লিটনের দিকে। কিন্তু তিনি স্বরূপে ফিরতে পারেননি।
ওপেনার সাইফ হাসানও ব্যাটিংয়ে নিষ্প্রভ। শামীম পাটোয়ারী ধারাবাহিক ফ্লপ। একাদশে ফিরে জাকের আলীও ভরসা দিতে পারেননি। তাওহিদ হৃদয়ও ছন্দ ধরে রাখতে পারছেন না। সব মিলে টানা ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থতা দেখিয়ে যাওয়া বাংলাদেশ যেন এক পথহারা পথিকের মতোই দিগভ্রান্ত! ব্যাটিং বিভাগ হতাশ করলেও বোলাররা কিন্তু তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করে যাচ্ছেন। অবশ্য ধারাবাহিক হারের পেছনে নিজেদের দায়কেই সামনে আনছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বোলিংয়ের প্রশংসা করে ব্যর্থতার দায় কাঁধে নিচ্ছেন তারা। সেখান থেকে কীভাবে ফেরা যায়, তার সমাধান খুঁজছে বাংলাদেশ। ব্যাটিং হতাশা কাটিয়ে উঠে আজ সিরিজের শেষ ম্যাচে কি জয়ে ফিরতে পারবেন লিটনরা, নাকি আরও একটি হারের গল্প রচিত হবে, সেটিই দেখার পালা।
এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে টানা তিন সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত সেপ্টেম্বরে নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের দুঃস্মৃতি ভুলিয়ে দিচ্ছেন শাই হোপরা। আজ বাংলাদেশকে প্রথমবারের মতো তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াটওয়াশ করার সুযোগ তাদের সামনে। এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। তবে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে এখনো জেতেনি তারা। সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ক্যারিবীয়রা। গত দুই ম্যাচে পাওয়া জয়ের আত্মবিশ^াস কাজে লাগিয়ে শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করবে সফকারীরা। আজ বাংলাদেশের জয়ে ফেরা, নাকি ওয়েস্ট ইন্ডিজের ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দ, তা জানা যাবে মাঠের লড়াই শেষেই।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031020255.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন