বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৩৭ এএম

গোলোৎসব করে বিশ্বকাপে জার্মানি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৩৭ এএম

গোলোৎসব করে বিশ্বকাপে জার্মানি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জার্মানির বিপক্ষে প্রতিরোধই গড়ে তুলতে পারেনি স্লোভাকিয়া। তাদের বিপক্ষে গোলোৎসব করে বিশ^কাপের টিকিট নিশ্চিত করল জার্মানরা। লাইপজিগের রেড বুল অ্যারেনায় গত সোমবার রাতে বিশ^কাপ বাছাইয়ের ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলে হেরেছে স্লোভাকিয়া। একটুখানি ভুল হলেই ফিকে হয়ে যেতে পারত বিশ্বকাপে খেলার সম্ভাবনা। সেই সঙ্গে স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম দেখায় হারের তেতো অভিজ্ঞতা তো ছিলই। তবে সব চাপ যেন ফুঁ মেরে উড়িয়ে দিলেন সানে-ভল্টামাডারা। প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি। নিক ভল্টামাডা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। লেরয় সানের জোড়া গোলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে নিজেদের নাম লেখান বাকু ও আসান ওয়েদরেগো।

গত জুনে উয়েফা নেশনস লিগের ফাইনালসে টানা দুই পরাজয়ের পর সেপ্টেম্বরে এই স্লোভাকিয়ার বিপক্ষে হেরেই বিশ^কাপ বাছাইয়ে যাত্রা শুরু করে জার্মানি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি; পরের চার ম্যাচে জয়ের পথে তিনটিতেই জাল অক্ষত রাখে তারা, ১০ গোল দিয়ে হজম করে মাত্র একটি। শেষ রাউন্ডে এসে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল জার্মানরা। পুরোনো ক্ষতে প্রলেপ দিয়ে পৌঁছে গেল ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া। গত দুই রাউন্ডে দলের জয়ের নায়ক ভল্টামাডার নৈপুণ্যেই ১৮ মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে জসুয়া কিমিখের ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড। এই নিয়ে জার্মানির সবশেষ চার গোলের প্রতিটিই করলেন ভল্টামাডা। গত মাসে তার একমাত্র গোলে নর্দান আয়ারল্যান্ডকে হারায় জার্মানি।

আর গত রাউন্ডে লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ২টি গোলই করেন তিনি। তিন মিনিট পরেই সমতা টানার দারুণ সুযোগ পায় সফরকারীরা। তবে পরপর তাদের তিনটি প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর ফরোয়ার্ড দাভিদের শট কোনো মতে আঙুল ছুঁয়ে ঠেকিয়ে দেন অলিভার বাউমান। বায়ার্ন মিউনিখের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় ২৯তম মিনিটে ব্যবধান বাড়ায় জার্মানি। মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা ডি-বক্সে থ্রু পাস দেন এবং ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরোযার্ড জিনাব্রি। বিরতির আগে পাঁচ মিনিটের ব্যবধানে আরও ২ গোল হজম করে স্লোভাকিয়ার ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষই হয়ে যায়। ৩৬ মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের থ্রু বল জোরাল শটে জালে জড়ান সানে। এরপর লিভারপুল মিডফিল্ডার ভিয়েৎসের ক্রস পেয়েই কাছ থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন গালাতাসারাইয়ের মিডফিল্ডার সানে।

বিরতির পরও পজেশন রাখায় বেং আক্রমণে আধিপত্য ধরে রেখে ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জার্মানি। ডি-বক্সে কয়েক সতীর্থের পা ঘুরে বল পেয়ে জোরালো শটে গোলটি করেন কিমিখের বদলি নামা বাকু। ৭৭ মিনিটে ভিয়েৎসকে তুলে তরুণ ফুটবলার ওয়েদরেগোকে নামান কোচ। মাঠে নামার ১ মিনিট ৪২ সেকেন্ডে জালের দেখা পান ১৯ বছর বয়সি এই মিডফিল্ডার। সানের পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট ঘেঁষে দলের শেষ গোলটি করেন তিনি। এবারের বাছাইয়ে নিজেদের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বকাপ বিজয়ীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!