বগুড়া জেলা প্রশাসকের পরামর্শ ক্রমে শিবগঞ্জ পৌরসভার কার্যালয় ছাদে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক তাসনিমুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ হাশেম, অফিস সহকারি বদিউজ্জামান বদি, ঠিকাদার মোহাম্মদ বুলবুল ইসলাম ও মো. আব্দুল করিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি মাসের প্রথম সপ্তাহে শিবগঞ্জ উপজেলা পরিষদ, শিবগঞ্জ নির্বাহী অফিসারের কার্যালয়সহ শিবগঞ্জের বিভিন্ন দপ্তর ও স্থান পরিদর্শনের অংশ হিসেবে শিবগঞ্জ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন । এ সময় তিনি পৌরসভার ভবনগুলো ঘুরে দেখেন এবং ছাদে ফলজ উদ্ভিদ লাগানোর নির্দেশ প্রদান করেন যাতে করে পৌর ভবন ছায়াযুক্ত থাকবে একই সাথে ভবনগুলো উত্তপ্ত হবে না, তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে বলে মত প্রকাশ করেন ।