বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মো. শাহজাহান মিয়া, মৌলভীবাজার

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৩:২৮ পিএম

সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়

অনিয়ম-দুর্নীতি করে যুক্তরাজ্য-কানাডায় করেছেন বাড়ি-গাড়ি

মো. শাহজাহান মিয়া, মৌলভীবাজার

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৩:২৮ পিএম

অনিয়ম-দুর্নীতি করে যুক্তরাজ্য-কানাডায় করেছেন বাড়ি-গাড়ি

ছবি : রূপালী বাংলাদেশ

সাবেক কৃষিমন্ত্রী মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস শহীদের বিরুদ্ধেক্ষ মতার অপব্যবহার আর অনিয়ম-দুর্নীতি করে যুক্তরাজ্য ও কানাডায় বাড়ি-গাড়ি করার অভিযোগ উঠেছে ।

তার বিরুদ্ধে জেলার বিভিন্ন চা-বাগান দখল করে শত শত কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া নিজ এলাকায় বাহিনী গড়ে তুলে দুর্নীতি ও লুটপাট, বন বিভাগের জমি দখল, বাগান বাড়ি নির্মাণ, হাওরে মৎস্য খামার তৈরিসহ উঠেছে নানা অভিযোগ।

খোঁজ নিযে জানা যায়, চার একর জমির মালিকানা নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে ‘সাবারী টি প্ল্যান্টেশন’ নামে চা-বাগান গড়ে তোলেন। লাউয়াছড়া উদ্যানের পাঁচ একর পাহাড়ি জমি জোরপূর্বক করেছেন জবর দখল। সরকারি খরচে চা-বাগানজুড়ে পল্লীবিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেছেন অন্তত ১৬টি ডিপ টিউবওয়েল।

স্থানীয়দের অভিযোগ, ডিপ টিউবওয়েল স্থাপনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষজন চাপকলে পানি পাচ্ছেন না। এছাড়া, কমলগঞ্জের কাঠালকান্দিতে আট একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগান বাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য আটটি সৌর বিদ্যুতের প্লান্ট নির্মাণ করেন আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলায় বাইক্কাবিল হাইল-হাওর ও বাইক্কা বিলের পাশে প্রায় ১১ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। খামারের উল্টো দিকে সরকারি জমি বাইক্কা বিলের পাড় থেকে মাটি কেটে নিয়ে নিজ খামারের কাজে লাগিয়েছেন। ওই সময় কৃষিমন্ত্রীর দাপটে বাইক্কা বিল সম্পদ ব্যাবস্থাপনা কমিটির কেউ সাহস করে প্রতিবাদ করতে পারেননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত সাবেক এই কৃষিমন্ত্রীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শুধু এ সাবেক মন্ত্রী না। পুরো দেশে গত ১৬ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবাধে লুটপাট করেছে। নজিরবিহীন এ লুটপাটের বিচার করা এবং দেশের বাইরে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

কমলগঞ্জের চা-বাগানের পাশে বসবাসকারীরা জানান চা-বাগানের আগে এখানে পাহাড়জুড়ে আনারস বাগান ছিল। সেই বাগান কেটে পাহাড়ে তৈরি করা হয় চা-বাগান। বাগানে ১৬টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এসব ডিপ টিউবওয়েলের কারণে পাহাড়ি এলাকার লোকজন চাপকলে পানি পাচ্ছেন না।

এদিকে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাঁচ একর জমি সাবেক কৃষিমন্ত্রী প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণে নেন। ছাত্র-জনতার আন্দোলনের পরে গত ১৫ সেপ্টেম্বর এ জমি উদ্ধার করে বনবিভাগ।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, আগে চেষ্টা করে জমি উদ্ধার করা না গেলেও এবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাঁচ একর জমি দখলদার থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের এ জমিতে বন্যপ্রাণীর খাবার উপযোগী ফলের গাছ লাগানো হয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবিএম মিজানুর রহমান বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নামে এক কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান বলেন, বাগান বাড়ি এবং চা-বাগানে ডিপ টিউবওয়েল স্থাপনের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবেG

সূত্র জানায়, যুক্তরাজ্যে পাঁচটি বাড়ি ও কানাডার বেগম পাড়ায় দুটি বাড়িসহ মেয়ের নামে কমলগঞ্জ মাঝেরছড়া এলাকায় কয়েকশ একর টিলা ভূমি কিনে সরকারি টাকায় চা বাগানে তৈরি করেছেন। রাজধানীর উত্তরা ১০ নং সেক্টরের ২ নং রোডে ৩৫ নং বাসা, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর পেট্রোল পাম্প রয়েছে, ঢাকা ফার্মগেইট এলাকায় ঘরসহ জমি কিনে দোকান করে ভাড়া দিয়ে রেখেছেন। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন দিলবর নগর এলাকায় ছয় একর নিজস্ব জমিতে লেবু বাগানে বেশ কয়েকটি ডিপ টিউবওয়েলসহ বেশকিছু অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে আব্দুস শহীদের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাত সাড়ে ১১টায় উত্তরার ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের গ্রেপ্তার হওয়ার খবরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। দুই উপজেলার বিএনপি ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও আনন্দ মিছিল করে।

আরবি/ এইচএম

Link copied!