ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

আয়শা ইটভাটায় বিপন্ন জনজীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৮:২২ পিএম
ছবি, সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা, চালা গ্রামে অবস্থিত আয়শা ভাটা এলাকার পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে। ইট প্রস্তুতের ফলে আয়শা ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও গ্যাস বাতাসে মিশে বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে তুলছে। এই দূষিত বাতাসে শ্বাসকষ্ট, হাঁপানি এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা বাড়ছে, যা শিশু ও বয়স্কদের জন্য বিশেষভাবে ক্ষতি করছে।

আয়শা ভাটার কার্যক্রমের কারণে শুধু বায়ু দূষণই নয়, মাটি ও জলাশয়ের পানিও দূষণ হচ্ছে। ইট তৈরিতে ব্যবহৃত মাটি স্থানীয় কৃষি জমি থেকে নেওয়া হচ্ছে, ফলে কৃষির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ ছাড়া, ইট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক আশেপাশের জলাশয়ে মিশে জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য বিপদজনক পরিস্থিতি তৈরি করছে।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছে, আয়শা ভাটার কার্যক্রম বন্ধ করা হোক এবং পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হোক। পরিবেশ অধিদপ্তরের কাছে তাদের দাবি, দ্রুত ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।