খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবিতে ক্লাসে তালা দিয়ে সড়ক অবরোধ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈরবী রানীর বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তার অপসারণ দাবি করেন।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকা বৈরবী রানী রায় গত ৭ মে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় যোগদানের পর থেকে মাসে একদিন স্কুলে আসেন। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই ঠিক মতো দেন না।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সবকিছুর স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকা, তিনি না থাকলে আমরা অসহায় হয়ে শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে পারি না।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনাস্থলে আসেন। এসময় প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতার বিষয়টি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। এসময় সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

পরে ইউএনও সমস্যা সমাধান দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন