বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০১:৫১ পিএম

বৃত্তি এবং উচ্চ শিক্ষা

শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিল দক্ষিণ কোরিয়ার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০১:৫১ পিএম

শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিল দক্ষিণ কোরিয়ার

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষিণ কোরিয়ায় বৃত্তি ও উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার ‘দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন’।

বুধবার (৪ ডিসেম্বর) হবিগঞ্জ মেডিকেল কলেজের কনফারেন্স রুমে কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাবেদ জিল্লুল বারীর সভাপতিত্বে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন সংস্থাটির প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন ‘দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন’র বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় হবিগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি ও উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ জাবেদ জিল্লুল বারী রূপালী বাংলাদেশকে বলেন, আজকের মতবিনিময় সভার মাধ্যমে দুটি ভ্রাতৃপ্রতিম দেশের শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হলো।  হবিগঞ্জ মেডিকেল কলেজে কোন বিদেশি প্রতিনিধি দলের এটিই প্রথম মতবিনিময়।

দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন’র পরিচালক পার্ক হিউন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ও উচ্চ শিক্ষার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং কলেজ অধ্যক্ষ দাহাম পরিচালক পার্ক হিউনকে দক্ষিণ কোরিয়ার একটি পতাকা উপহার হিসেবে তুলে দেন।

এছাড়াও একই দিনে বিকেলে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে ‘দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন’। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। তিনি হবিগঞ্জ পৌরসভায় মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের সদস্যরা হবিগঞ্জ পৌরসভায় মেডিকেল ভলান্টিয়ারিং, শিক্ষা ও সাংস্কৃতিক ভাববিনিময়ের কর্মসূচী পালন করবে। গতকাল সফরকারী দল হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান, জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সাথে সাক্ষাৎ করে।

দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের ৭ সদস্যের মেডিকেল টিম আজ সকালে হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্রদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পরে প্রতিনিধিদল হবিগঞ্জ বার্ড কেজি এন্ড হাই স্কুলে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে ৩ দিনের সফরে হবিগঞ্জে আসেন ‘দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন’র ৭ সদস্যের একটি মেডিকেল টিম।  এখন পর্যন্ত তারা ওই জেলায় অবস্থান করছেন। 

আরবি/জেআই

Link copied!