ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৯:২৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে সফল জননীর ক্যাটাগরিতে বিমলা দেবী ও অর্থনৈতিক সচ্ছলতা ক্যাটাগরিতে বর্ষা মালাকারকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।