বরগুনার আমতলীর হলদিয়া হাট বাজারের ভেঙ্গে যাওয়া আয়রন সেতুর পাশেই জনসাধারণের চলাচলের জন্য নবনির্মিত কাঠেরপুলের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম প্রধান অতিথি হিসাবে জনসাধারনের চলাচলের জন্য কাঠেরপুলের উদ্বোধন করেন।
সমাজ সেমাজসেবক আলহাজ মো. নান্নু মোল্লার সভাপতিত্বে কাঠেরপুলের উদ্ভোধন সভায় বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন ব্রীজের উদ্যোক্তা ও আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান। পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, পৌর বিএনপির নেতা মিল্টন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব. উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান। এসময় আমতলী উপজেলা হলদিয়া চাওড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছরের ২২ জুন হলদিয়া হাট বাজার সংলগ্ন আয়রন সেতু ভেঙ্গে মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশু সহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই ভেঙ্গে যাওয়া আয়রন সেতুর পাশেই ৩০০ ফুট দৈর্ঘ্য ৬ ফুট প্রস্থ এ কাঠেরপুলটি নির্মাণ করে এলাকাবাসী।
আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও মো. ইমরান খান বলেন, গত ২২ জুন হলদিয়াহাট আয়রন সেতুটি ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ৫০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেঙ্গে যাওয়ার পর হলদিয়ার বসবাসরত মানুষের দুর্ভোগের কোনো শেষ ছিলনা । আয়রন সেতু হলদিয়া ইউনিয়নের মানুষের উপজেলা পরিষদসহ সরকারী অফিস ও আদালতে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো। শিক্ষার্থীরা, বয়স্ক, বৃদ্ধ, শিশু ও নারীরা এখন সহজ পথে কাঠেরপুল দিয়ে শহরে যেতে পারবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান বলেন, জনসাধারনের এ দুর্ভোগ লাঘবে সকলকে সঙ্গে নিয়ে কাঠেরপুল নির্মান করা হয়েছে। সীমিত সময়ের মধ্যে কাঠেরপুল নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে।
স্থানীয় প্রবীন ব্যক্তি মো. নান্নু মোল্লা বলেন, জনসাধারন যেভাবে সাড়া দিয়ে কাঠেরপুল নির্মানে এগিয়ে এভাবে কাজ কাজ করলে যে কোন অসম্ভব কাজ সম্ভব করা যায় ।