মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংক হতে জুনায়েত (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে তেলের ট্যাংকিতে গ্যাস বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যসহ আহত হয় চারজন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস কয়েকঘন্টা প্রচেষ্টায় হাসাড়া এলাকায় ফিলিং স্টেশনের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাঁসাড়া ইউইনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিস্কারের কাজ চলছিল। সেখানে আলমপুরের রাহাত (১২) এক ছেলে কাজ করতো। রাহাতের সাথে জুনায়েত এসে প্রায় খেলা করতো। রবিবার সংশ্লিষ্টরা পাম্পে কাজ করার সময় জুনায়েতের মরদেহ ট্যাংকির ভিতরে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে জুনায়েতের মরদেহ তেলের ট্যাংকিতে আসলো সে বিষয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ওইখানে কাজ করা রাহাতকে এখনো পাওয়া যায়নি।
এদিকে উদ্ধার কাজে করার সময় রাত ১০ টার দিকে ট্যাংকিতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে রাসেল (২২) নামের এক দমকলকর্মীসহ চারজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কাল আজাদ জানান, তেলের ট্যাংকিতে শিশু মরদেহের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। তবে ট্যাংকিতে প্রচুর গ্যাস জমে থাকায় ব্যাহত হয় তৎপরতা। রাত ১০ টার দিকে বিস্ফোরণে কয়েকজন আহত হয়। পরে আবারো চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন