লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর নলকূপ স্থাপনের সময় লোহার পাইপ বিদ্যুতের তারে লেগে চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এর মধ্যে মো. নাঈম (১৮) নামে এক শ্রমিক নিহত হন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের পাঠানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ভোলা সদর উপজেলার ৬ নম্বর ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নূর নবীর ছেলে।
আহতরা হলেন- রাফি, আকবর ও রায়হান। এর মধ্যে রাফিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রমিক রায়হান হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানবাড়ির প্রবাসী মোরশেদ আলমের ঘরের পাশে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের কাজ করছিল শ্রমিকরা। ঘটনার সময় লোহার একটি পাইপ বিদ্যুতের তারে গিয়ে পড়লে চারজন স্পৃষ্ট হন। এতে শ্রমিক নাঈম ঘটনাস্থলেই মারা যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন