রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:৪৫ পিএম

নাটোরে জমির বিরোধে দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:৪৫ পিএম

নাটোরে জমির বিরোধে দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- ইব্রাহিম (৩২), এলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), গুলিবিদ্ধ শাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭), হনুফা (৪২)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদ আলীর মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব হয়। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব হচ্ছে।

শনিবার রাত ৯টার দিকে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল, এলাহী, ইব্রাহিম, সোহেল এবং গুরুতর আহত হুনাফাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা বলেন, কদমকুড়ি গ্রামের মৃত জেহের আলীর পক্ষের লোকজন দুইনলা বন্দুক দিয়ে তাদের ওপর গুলি চালায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের ছুড়া গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

আরবি/এসআর

Link copied!