নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের আট ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামের খবির মন্ডলের তিন ছেলে খোরশেদ মন্ডল, নওশাদ মন্ডল ও মুক্তার হোসেনের বসতবাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রথমে খোরশেদ মন্ডলের বাড়িতে আগুন লাগে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নওশাদ মন্ডল, মুক্তার হোসেনের বাড়িতে। এ সময় ওই বাড়িগুলোর সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়। কিন্ত ততক্ষণে ওই তিনটি পরিবারের ৮টি ঘরে থাকা আসবাবপত্রসহ সকল জিনিসপত্র, নগদ অর্থ, ১টি গরু, ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এই অগ্নিকান্ডের ঘটনায় ওই পরিবারগুলোর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন