বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১২:০১ পিএম

ডাকাতের খপ্পরে সব হারালেন জামায়াত নেতারা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১২:০১ পিএম

ডাকাতের খপ্পরে সব হারালেন জামায়াত নেতারা

প্রতীকী ছবি

গভীর রাতে সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। অস্ত্রের মুখে পৌনে এক লাখ টাকা, মোবাইলসহ তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।  এ ঘটনায় ড. মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন- যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আনারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৯ মার্চ) রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের মাইক্রোটি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী ধান গবেষণা  ইনস্টিটিউটের পশ্চিমে ঝাঔল এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে।

এ সময় শব্দ শুনে মাইক্রোর চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। পরে কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ৭ থেকে ৮ জনের ডাকাতের দলটি ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালায় এবং সবাইকে জিম্মি করে। পরে তাদের নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে যায়।

পুলিশের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ডাকাতির মামলার বাদী ড. ওবায়দুল্লাহর স্মার্টফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার ২টি স্মাটফোন ও নগদ ১৮ হাজার টাকা, আ. আজিজের কাছে থাকা ১টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর কাছে থাকা ১টি ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আনারুল ইসলাম বলেন, ডাকাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

আরবি/এসআর

Link copied!