বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৩:৪৩ পিএম

১৩০ ট্রেনের টিকিট নিয়ে নৌবাহিনী‌র কর্মকর্তা‌ আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৩:৪৩ পিএম

১৩০ ট্রেনের টিকিট নিয়ে নৌবাহিনী‌র কর্মকর্তা‌ আটক

ছবি: সংগৃহীত

এক ব্যক্তির কাছে ট্রেনের বিভিন্ন রুটের ১৩০টি টিকিট পাওয়া গেছে। বৃহস্প‌তিবার (২০ মার্চ) সকালে ঠাকুরগাঁও রেল‌স্টেশন থে‌কে তাকে টিকিটসহ আটক করেন রেলও‌য়ে নিরাপত্তা বা‌হিনীর সদস্যরা। প‌রে সন্ধ্যায় তাকে দিনাজপুর জিআর‌পি থানায় নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যক্তি জানিয়েছেন, তার নাম সা‌জেদুর রহমান (২৮), বাড়ি ঠাকুরগাঁওয়ের বা‌লিয়াডাঙ্গী উপ‌জেলার রাধানাথপুর গ্রা‌মে। তিনি ৯ বছর ধরে নৌবাহিনী‌তে কর্মরত। ‌বর্তমা‌নে খুলনার বিএনএস পদ্মা ইউনি‌টে ল্যান্স ক‌রপোরাল প‌দে আছেন। ট্রেনের টিকিট ছাড়াও তার কাছ থে‌কে তিন‌টি মোবাইল ফোন সেট ও বি‌ভিন্ন কোম্পা‌নির ১৪‌টি সিম কার্ড পাওয়া গেছে।

ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের সঙ্গে আলোচনা ক‌রে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জা‌নি‌য়ে‌ছেন পার্বতীপুর রেলও‌য়ে নিরাপত্তা প‌রিদর্শক হাসান শিহাবুল ইসলাম।

রেলও‌য়ে পু‌লিশ সূত্র জানায়, গত বুধবার রা‌তে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস ট্রেনের যাত্রী ছি‌লেন সা‌জেদুর রহমান। গতকাল সকাল ১০টায় ট্রেন‌টি ঠাকুরগাঁও স্টেশ‌নে পৌঁছায়। প‌রে প্ল্যাটফ‌র্মে টি‌কিট চে‌কিং করার সময় সা‌জেদু‌রের কা‌ছে টি‌কিট দেখ‌তে চান ট্রেনের টি‌টি।

সাজেদু‌রের ‌প্রদর্শন করা টি‌কি‌টে ২২ জ‌নের আসন নম্বর এবং সরকা‌রি বা‌হিনীর টি‌কিট, বিক্রয় নি‌ষেধ লেখা দেখ‌তে পে‌য়ে টি‌টি তার প‌রিচয় জান‌তে চান। সা‌জেদুর নি‌জে‌কে নৌবা‌হিনীর সদস্য প‌রিচয় দেন। এক‌ টি‌কি‌টে ২২ জ‌নের আসনের বিষয়‌ে স‌ন্দেহ হ‌লে তাকে ঠাকুরগাঁও জিআর‌পি থানায় নেওয়া হয়।

প‌রে জিজ্ঞাসাবাদ শে‌ষে সা‌জেদুর টি‌কিট কা‌লোবাজারির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার ক‌রেন। এ সময় তল্লা‌শি ক‌রে তাঁর কাছ ২১ থেকে ২৫ মার্চের বি‌ভিন্ন ট্রেনের ১০৫টি আস‌নের টি‌কিট জব্দ করা হয়। এর ম‌ধ্যে ২১ ও ২২ মা‌র্চের দু‌টি টি‌কিট (হার্ড ক‌পি) এবং ২৫ মা‌র্চের ২৫টি টি‌কি‌টের অনলাইন ক‌পি। আর এসব টি‌কি‌টের যাত্রাস্থান ঢাকা থে‌কে পার্বতীপুর ও পঞ্চগড়।

জিজ্ঞাসাবা‌দে সা‌জেদুর জানান, নৌবা‌হিনীর সদস্যদের জন্য টি‌কিটগু‌লো কেনা হয়েছে। এগু‌লো‌কে তাদের ভাষায় বলা হয় ওয়া‌রে‌ন্টের টি‌কিট। অবৈধভা‌বে তি‌নি এসব টি‌কিট কে‌টে‌ছেন। সম্প্রতি নয়ন না‌মের এক টি‌কিট কা‌লোবাজারির সঙ্গে ফেসবু‌কের মাধ্যমে তার প‌রিচয় হ‌য়। ঠাকুরগাঁওয়ে নে‌মে টি‌কিটগু‌লো মূলত নয়নের হা‌তে পৌঁছা‌নোর কথা ছি‌ল সা‌জেদুরের।

এ বিষ‌য়ে পার্বতীপুর রেলও‌য়ে নিরাপত্তা প‌রিদর্শক হাসান শিহাবুল ইসলাম ব‌লেন, ‘নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে যোগা‌যোগ ক‌রে সাজেদুর রহমানের পরিচয় নি‌শ্চিত হয়েছি। পরে তাকে রেলও‌য়ে পু‌লি‌শের হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে।

তার কাছ থে‌কে বি‌ভিন্ন তা‌রি‌খের ১০৫টি আস‌নের তিন‌টি টি‌কিট এবং ফো‌নে ২৫‌টি টি‌কি‌টের অনলাইন ক‌পি উদ্ধার করা হ‌য়ে‌ছে। ঈদের আগের দিন পর্যন্ত বি‌ভিন্ন স্থা‌নের ও ট্রেনের টি‌কিট বিক্রয়-সংক্রান্ত একা‌ধিক ব্যক্তির সঙ্গে তার ক‌থোপক‌থনের রেকর্ড পাওয়া গেছে। ‌প্রাথ‌মিকভা‌বে তি‌নি অপরাধ স্বীকার ক‌রে‌ছেন।

রেলও‌য়ে পু‌লিশ ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলোচনা ক‌রে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরবি/জেডআর

Link copied!