কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আরমান (৫৫) ও সজীব আহম্মেদ (২৫) নামের দুজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও দুইজন।
শুক্রবার (২১ মার্চ) রাত ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী এবং রাত সাড়ে ১২টায় মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়।
নিহত সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি দিশা এনজিওকর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।
নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
এর আগে, শুক্রবার বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরুবোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।
তিনি বলেন, ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী আরমান আলীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন