আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে পড়ুয়া বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি ফোরাম আইআইইউসির ইফতার মাহফিল, নবীন বরণ ও ঈদবস্ত্র বিতরণ নগরীর মুরাদপুরস্থ হোটেল জামানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি দাউদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালিব হোসেন রোমান এবং শরীফ মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ইউসুফ আলম মাসুদ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সালাহ উদ্দীন, সিনিয়র এসিস্ট্যান্ট রেজিস্ট্রার সরওয়ার আজম ফারুকী, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. ইয়াসিন, আবু হাসান,মোহাম্মদ আবু সায়েম, মুবিনুর রহমান প্রমুখ।
এতে বক্তব্য রাখেন- সৈয়দ শরফ উদ্দীন রাসেল, এ্যাডভোকেট আতিক উল্লাহ, সৈয়দ সাদ উদ্দিন রানা, ইরফানুর রহমান, ইঞ্জিনিয়ার আসিফ ওসমান, আনিসুল ইসলাম, আল সাঈদ চৌধুরী, সাদমান রাফিদ, মিজানুর রহমান মুন্না, রিয়াদ হোসেন।
অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ এবং পুরষ্কার তুলে দেন। পরে ফোরামের পক্ষ থেকে এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন