বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, ছাত্র অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, খেলাফতে ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোবাশ্বির হোসেন সহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্র সংগঠনের জেলার নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সকল ছাত্র সংগঠন কে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে দেশকে সকল বৈষম্য ও অন্যায়ের হাত থেকে মুক্ত রাখা যায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না"
অনুষ্ঠানে অনান্য অতিতিরা মাহে রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে ন্যায়, ইনসাফ ও মানবতার সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন