কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহ ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে ।
আটক কেফায়েত উল্লাহ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির কচ্ছপিয়া এলাকার নুর হোছন প্রকাশ হোসেনের পুত্র।
শুক্রবার ২৮ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত অনুমান আড়াই ঘটিকায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ মডেল থানাধীন সদর ইউপস্থ হাজং পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে তার হেফাজত হতে ৩টি দেশীয় তৈরী এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ, মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে।
উক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন