বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র্যালিসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব `বাংলা নববর্ষ-১৪৩২` উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার র্যালি বের হয়ে উপজেলা শহরের মোড় প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা গিয়ে শেষ হয়।
উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ এর আনন্দ র্যালিতে ধনবাড়ী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেছেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসো হে বৈশাখ গান ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ এর সভাপতি থেকে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান, ধনবাড়ী থানার ওসি মো. শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি) পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান বিভিন্ন দলের নেতাকর্মী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন-পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। তারা বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানিসহ সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।
এছাড়া ধনবাড়ী ঐতিহ্যবাহী মেলার মাঠে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় দেখা মিলছে নিত্যপ্রয়োজনীয় জিসিনপত্রসহ পছন্দের সবকিছু।
এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালন করছে ধনবাড়ীবাসী।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন