পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে বিরোধপূর্ন জমিতে মুগ ডাল তোলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সাংঘর্ষে কমপক্ষে ১০জন হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, একই এলাকার চুন্নু গাজীর সাথে কালাম মৃধা ও ছালাম মৃধার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে চুন্নু গাজির লোকজন বিরোধীয় জমিতে মুগ ডাল তুলতে গেলে প্রতিপক্ষ কালাম মৃধা গংরা বাধা দেয়।
এনিয়ে উভয় পক্ষের মধ্যে কাথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম মৃধা গংরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে ইব্রাহিম (৩২), ফিরোজ (৩০), চুন্নু মৃধা (৪৫) ও ঈসাসুর(২৫)সহ কমপক্ষে ১০জন আহত হয়।
এদের মধ্যে  গুরুতর  আহত ইব্রাহিম  ও ফিরোজকে আশংকাজনক  অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্যদে প্রাথমিক  চিকিৎসা  দেয়া হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, মারামারির খবর শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেননি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন