কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে।
রোববার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোণা মোড়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ইসলাম (২৭) আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সবাই উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১২৪০ টাকা উদ্ধার করা হয়।
পরে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন