সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে চৌহালী উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত শিক্ষকরা হলেন- আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫), মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।
এ বিষয়ে চৌহালী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের উত্তর বলে দেওয়া হচ্ছে। অতপর পরিক্ষা কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ১০ শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।’
এ প্রসঙ্গে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে পেরে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনায় কেন্দ্র সচিব মো. নুরুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যমুনা নদী-অধ্যুষিত দুর্গম এলাকা হওয়ায় গ্রেপ্তারকৃত শিক্ষকদের আদালতে পাঠানো সম্ভব হয়নি। থানা হাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে তাদের আদালতে পাঠানো হবে।’
আপনার মতামত লিখুন :