আওয়ামী লীগের সব অপকর্মের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (১১ মে) সকালে লক্ষ্মীপুর উপজেলা সদরের হাজি পাড়ায় বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।
এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশে দুঃশাসন, দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরি করেছে, গুম, খুন ও গণহত্যা করেছে, অবশ্যই তাদের বিচার করতে হবে।
তিনি বলেন, ধারাবাহিকভাবে ৯৬ ও বিগত ১৬/১৭ বছর হাসিনা এবং আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তার বিচারও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত।
বিএনপির এই নেতা বলেন, ‘ঘুরে ফিরে সরকার বিএনপি ও গণমানুষের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে। এ জন্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ।
শাহবাগে আন্দোলন ও গত কয়েক দিনের আলোচনা নিয়ে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগটি আরও আগেই নেওয়া উচিত ছিল। সেটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে টেবিল বৈঠকের মাধ্যমে মতামতের ভিত্তিতে হতে পারত।
নির্বাচন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক, জেলা কৃষকদলের সহসভাপতি বদরুল আলম শ্যামল প্রমুখ।
আপনার মতামত লিখুন :