বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্টাফ রির্পোটার, সিলেট

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৪:৫৪ পিএম

সিলেটের পুলিশ হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: এসএমপি কমিশনার

স্টাফ রির্পোটার, সিলেট

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৪:৫৪ পিএম

কথা বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী । ছবি- রূপালী বাংলাদেশ

কথা বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী । ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেছেন, ‘সিলেটসহ দেশের পুলিশ বাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের জন্য দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করবে।’

বুধবার (১ অক্টোবর) দুপুরে এসএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুলিশি সেবা উন্নত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হতে যাওয়া ‘জিনিয়া’ (GenieA) মোবাইল অ্যাপ।

কমিশনার জানান, ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় এই অ্যাপ চালু হবে এবং এক মাসের মধ্যে সিলেটের সকল থানায় বিস্তার ঘটানো হবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা নিতে পারবেন, বিশেষ করে জরুরি মুহূর্তে এসওএস বাটনের মাধ্যমে দ্রুত পুলিশ পৌঁছাবে।

তিনি জানান, জিনিয়া অ্যাপ প্লে স্টোর ও আইস্টোরে পাওয়া যাবে। এতে সাধারণ ডায়েরি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ ছাড়াও ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবা ও যানজট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

এসএমপি কমিশনার আরও জানান, সিলেট শহরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থা আধুনিকায়নের কাজ চলছে। পুরো শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা বসিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হবে, যা স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মোবাইল চুরি একটি বড় সমস্যা হলেও পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও অপরাধীদের তথ্য জানাতে জনগণকে উৎসাহিত করা হচ্ছে।

কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘আমরা পুলিশের আচরণগত পরিবর্তনে কাজ করছি এবং আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের স্বপ্ন দেখি।’

অপরদিকে, ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, গত তিন দিন ধরে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান চলছে।

সিলেটের এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নাগরিকদের জন্য নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে, যা অপরাধ দমন ও জনসুরক্ষা ক্ষেত্রে বড় এক পদক্ষেপ।

Link copied!