ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

রংপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৪:৫৪ পিএম
দুর্ঘটনায় নিহত রিদোয়ান মিয়া। ছবি-সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে মালবোঝাই পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিদোয়ান মিয়া (১৮)  নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (১৪ মে) উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।আহত ও নিহত সবাই ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে। 

নিহত রিদোয়ান চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ নিয়ে একটি পিকআপভ্যান রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠাপুকুরের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়৷

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা একজনের মৃত্যু হয়। বাকি দু’জন গুরুতর আহত হন। 

আহত মনিরুজ্জামান উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অপরজনের পরিচয় জানা জায়নি। 

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যানবাহন চলাচল কিছুটা বিঘ্ন হলেও অল্প সময়ের মধ্যে রাস্তা ক্লিয়ার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।