ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

চট্টগ্রামে বিদ্যুৎস্পর্শে দু’জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৪:৩৬ পিএম
প্রতীকি ছবি

চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বিল্ডিংয়ের পার্কিংয়ে জমে থাকা পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ মে) দুপুরে এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ‘বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।