সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার রেশ কাটতে না কাটতেই ভারতের বিমান ধরেছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের দায়িত্ব পালনের ঠিক পরদিনই, আজ রোববার রাতে আইপিএলের মঞ্চে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামছেন মুস্তাফিজ। গুজরাট টাইটান্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচে মুস্তাফিজকে দিল্লির একাদশে দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের পরিবর্তে দিল্লির চূড়ান্ত একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি তিন পেসার ও তিন স্পিনার সমন্বিত দল নিয়ে মাঠে নেমেছে।