ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

ভারতে পালানোর সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ছবি-সংগৃহীত

ভারতে পালানোর সময় যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৯ মে) দুপুরে বেনাপোল ইমিগ্রেশনে তাকে গ্রেপ্তার করা হয়।

জামিল আহম্মেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, এদিন দুপুরের দিকে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিতে যান তিনি। তবে তার পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয়।

পরবর্তীকালে তার বিরুদ্ধে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ওসি জামিল আহমেদ।

এদিকে, ভারতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। আবার কেউ কেউ ধরা পড়ছেন পুলিশের হাতে।