ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পদত্যাগ করছেন চেচনিয়ার কাদিরভ?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৯:৪২ পিএম
রমজান কাদিরভ (ডানে) ও ভ্লাদিমির পুতিন (বামে)। ছবি: সংগৃহীত

চেচনিয়ার লৌহমানব খ্যাত দেশটির সর্বোচ্চ নেতা ও বর্তমান রাশিয়ার হয়ে নেতৃত্ব দেওয়া রমজান কাদিরভের স্বাস্থ্য দ্রুত অবনতি হচ্ছে। তাই চলতি মাসের শুরুতে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান না কাদিরভের স্থলাভিষিক্ত হন তার তৃতীয় পুত্র আদম কাদিরভ (১৭)।

সোমবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

কাদিরভের সরকারের সঙ্গে পরিচিত দুই চেচেন অভ্যন্তরীণ ব্যক্তি জানিয়েছেন, এই মতবিরোধের ফলে রুশ প্রেসিডেন্ট ও চেচেন প্রজাতন্ত্রের প্রধানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানায়, কারণ অধিকার গোষ্ঠীগুলো পূর্বে চেচনিয়ায় ভিন্নমত পোষণকারীদের উপর কঠোর দমন-পীড়নের নথিভুক্ত করেছে, যার মধ্যে কাদিরভের সমালোচক এবং তাদের প্রিয়জনদের উপর নির্যাতনও অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি মাসের শুরুতে ৪৮ বছর বয়সী কাদিরভ পদত্যাগ করতে চানা বলেন জানান তিনি। গত ৭ মে পুতিনের সঙ্গে তার বৈঠকের আগে ক্রেমলিনপন্থী চেচনিয়া টুডে-কে কাদিরভ এ কথা বলেছিলেন। তিনি বলেন, ‘পরবর্তী আরেকজনের (চেচেন নেতা) নিজস্ব উদ্যোগ, দৃষ্টিভঙ্গি থাকবে। আশা করি, আমার অনুরোধ সমর্থন করা হবে।’

ওই দিনে পুতিনের কার্যালয়ে বৈঠকের সময় ইউক্রেন যুদ্ধে ৫৫ হাজার চেচেন সেনা যুদ্ধ করছে বলে গর্ব করেছিলেন কাদিরভ। ১৫ লাখের চেচনিয়ায় তার আমলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন হয়েছে।

বক্সিং ও ভারোত্তোলনের অনুরাগী হিসেবে পরিচিত কাদিরভ অতিরিক্ত বড় অক্ষরে লেখা কার্ড থেকে তার কথা জোরে জোরে পড়েছিলেন। তবে কেউই পদত্যাগের কথা উল্লেখ করেননি। কাদিরভ একদিন পরে বিষয়টি স্পষ্ট করে বলেন এবং অভ্যাসগতভাবে পুতিনের প্রশংসা করেন।

কাদিরভ টেলিগ্রামে লিখেছেন, ‘আমি যাই বলি না কেন, যতই জোর করে জিজ্ঞাসা করি না কেন, সিদ্ধান্ত কেবল একজন ব্যক্তির হাতেই নিহীত, তিনি আমাদের সর্বোচ্চ কমান্ডার। আমি একজন পদাতিক সৈনিক। যদি কোনো আদেশ থাকে- আমি তা অনুসরণ করি।’

কাদিরভের সরকারের অভ্যন্তরীণ কাজের সঙ্গে পরিচিত দুই চেচেন অভ্যন্তরীণ ব্যক্তি আল-জাজিরাকে বলেছেন, সম্মানজনক সুর থাকা সত্ত্বেও, কাদিরভের তার পছন্দের উত্তরসূরি তৃতীয় পুত্র আদম কাদিরভকে নিয়ে পুতিনের সঙ্গে বিরোধ রয়েছে। আদম গত নভেম্বরে মাসে ১৭ বছরে পা দিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ‘পুতিন আদমকে কাদিরভের উত্তরসূরি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন’।

২০২৩ সালে রমজান কাদিরভ একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখানো হয়েছিল তার ছেলে একটি বিচার-পূর্ব আটক কেন্দ্রে একজন রাশিয়ান ব্যক্তিকে মারধর করছে যিনি কোরআনের একটি কপি পুড়িয়ে দিয়েছিলেন।

সেসময় সন্তানের এমন কাজে গর্ব করেছিলেন তিনি। তবে ফেডারেল তদন্তকারীরা জানায়, তার বয়স কম হওয়ায় তাকে আক্রমণের অভিযোগের মুখোমুখি হতে হবে না। আদম কাদিরভকে চেচনিয়ার নিরাপত্তা পরিষদের প্রধানসহ বেশ কয়েকটি সরকারি পদে নিযুক্ত করা হয়েছে।

কিন্তু একটি সূত্রের মতে, তাকে ‘রাজপুত্র হিসেবে বেড়ে ওঠা’ হয়েছে এবং ‘বাস্তব জগতের’ অভিজ্ঞতা সীমিত।

চেচনিয়ার সংবিধান অনুসারে, ৩০ বছরের কম বয়সী কেউ এটির নেতৃত্ব দিতে পারে না। ২০৩৭ সালে আদম ৩০ বছর বয়সী হবেন।

২০০৪ সালে তার বাবা আখমতকে হত্যার সময় রমজানের বয়স ছিল ২৮। আখমত ছিলেন একজন মুফতি ও বিচ্ছিন্নতাবাদী শক্তিশালী ব্যক্তি যিনি চেচনিয়ার সুফি ঐতিহ্য প্রত্যাখ্যানকারী পিউরিটান বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দ্বন্দ্বের পর পক্ষ পরিবর্তন করেছিলেন।