ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রাণনাশের হুমকি পাচ্ছেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:৫৯ পিএম
চিত্রনায়িকা ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত। ছবি- সংগৃহীত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তিনি অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

তার ভাষ্যমতে, রোববার থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে মেসেজ ও কল করে চাঁদা চাওয়া হচ্ছে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, নম্বরগুলো ব্লক করে দিলে অন্য নম্বর থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, ‘গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন‍্য নম্বর থেকে মিথ‍্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।’

এ ঘটনায় তার ভক্তকুল তীব্র নিন্দা জানান এবং তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। একজন মন্তব্য করেন, ‘প্রশাসনের আশ্রয় নেন’, আরেকজন বলেন, ‘থানায় জিডি করেন।’

মিষ্টি জান্নাত ঢাকাই চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা এবং পাশাপাশি পেশাদার দন্ত চিকিৎসক। তিনি শিকদার মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিষয়ে পড়াশোনা করেছেন এবং ২০১৯ সালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়েছেন ।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।

বর্তমানে এই হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এ ধরনের হুমকি পাওয়ার ক্ষেত্রে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকেই।