ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ছদ্মবেশী আততায়ীর গুলিতে নিহত মডেল মারিয়া হোসে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১১:২৯ পিএম
মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনান। ছবি:

কলম্বিয়ার কোকুটা শহরে নিজ বাসায় গুলি করে খুন করা হয়েছে ২২ বছর বয়সী মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানকে। মারিয়ার বাড়ির দরজায় এসে এক ব্যক্তি নিজেকে ডেলিভারিম্যান পরিচয় দিয়ে উপস্থিত হন। 

দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি গুলি চালান তরুণীর ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারিয়ার। দক্ষিণ আমেরিকায় নারী নির্যাতনের ভয়াবহ বাস্তবতা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

কলম্বিয়ার ন্যাশনাল জেন্ডার কমিশনের প্রধান ম্যাগডা ভিক্টোরিয়া একোস্তা জানান, মারিয়া ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং অতীতে একটি গৃহ নির্যাতনের মামলার শিকার। সেই মামলার ক্ষতিপূরণ পাওয়ার আইনি প্রক্রিয়াও চলছিল। 

তিনি বলেন, ‘মারিয়া ছিলেন স্বপ্নময়ী এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তাঁর জীবনও হিংস্রভাবে থেমে গেল।’ কমিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

মারিয়ার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সফরের নানা ছবি ও স্মৃতিচারণ উঠে এসেছে।

কিন্তু সেই আনন্দের জীবন নির্মমভাবে থেমে গেল এক আততায়ী গুলিতে। তদন্ত এখনো চলমান, তবে পুলিশ এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এই হত্যাকাণ্ড মেক্সিকোর বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। গত ১৩ মে টিকটকে লাইভ করার সময় পারলারে গুলি করে হত্যা করা হয় ভ্যালেরিয়াকে। মেক্সিকো কর্তৃপক্ষ সেই ঘটনাকে ‘নারীহত্যা’ হিসেবে তদন্ত করছে।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেবল কোকুটা শহরেই নিখোঁজ হয়েছেন ৩৪ জন নারী, যাদের বেশিরভাগই ছিলেন নাবালিকা। 

এই এলাকার সহিংসতা এতটাই প্রকট যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। মারিয়ার মৃত্যু সেই হিংসাত্মক বাস্তবতারই একটি নির্মম প্রতিচ্ছবি।