সাতক্ষীরার শ্যামনগরে দোকানে চাঁদাবাজির সময় হাতেনাতে একজন ভুয়া ম্যাজিস্ট্রেট ও দুজন সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারে সোনার বাংলা বেকারীতে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে টাকা চাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করেন।
আটকরা হলেন- কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুরের বাসন থানার নগরঘাট গ্রামের আবু সাইদের ছেলে জয় সরদার (৩০) ও রাজধানীর উত্তরার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট পরিচয়ে আমিরুল ইসলাম, মাতৃজগত ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার পরিচয়ে জয় সরদার এবং বাংলাদেশ সমাচারসহ আরও দুটি পত্রিকার পরিচয় দেন ফারুক হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ওই ব্যক্তিরা সোনার বাংলা বেকারিতে ৩ হাজার টাকা আদায় করেন। এ সময় আরও বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয় জনগণ আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।’
এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে। তাদের কাছে বিভিন্ন পত্রিকার কার্ড পাওয়া যায় বলে জানান ওসি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন