চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, কেসিদে ইনস্টিটিউট একটি শতবর্ষী পুরোনো প্রতিষ্ঠান। এটি বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত। সব কর্মকর্তার আন্তরিকতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ সুনাম কুড়িয়েছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রতিষ্ঠানটি আরও অনেকদূর এগিয়ে যাবে।
শুক্রবার (২৩ মে) সকালে নগরীর ফয়’স লেকস্থ সী-ওয়ার্ল্ডে কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) আয়োজিত সংবর্ধনা, অবসরপ্রাপ্ত সদস্যদের বয়স্কভাতা, শিক্ষা অনুদান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেসিদে ইনস্টিটিউটের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সবদের হোসেন ও আবৃত্তিকার অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফয়’স লেকস্থ সী-ওয়ার্ল্ডের মহাব্যবস্থাপক মেজর এনামুল করিম (অব.)।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক এবং সংবর্ধনা, বয়স্ক ভাতা প্রদান, শিক্ষা অনুদান উপকমিটির আহ্বায়ক লেখক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদের। অনুষ্ঠানে সংগঠনিক ও কাজের দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও কেসিদে ইনস্টিটিউটের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় এডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ডিসি অফিসের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা এস এম আরিফ হোসেন ও অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবদুল মজিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে অবসরগ্রহণকারী বিভাগীয় কমিশনার অফিস ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ৩৩ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা, ৯৮ জনকে বয়স্ক ভাতা ও ১০৬ শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসনের ৬০০ শতাধিক সদস্য (পরিবারসহ) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেসিদে ইনস্টিটিউটের উপদেষ্টা সদস্য মো. হোসেন, সহ-সভাপতি নেপাল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক, মোহাং জিন্নাত আলী চৌধুরী, অর্থ সম্পাদক ফজলে আকবর চৌধুরী, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক সৈয়দ মো. এরশাদ আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক উদয় শংকর সেন, নির্বাহী সদস্য এস.এম. আরিফ হোসেন, মো. শহিদ উল্ল্যাহ, স্বদেশ শর্মা, মো. কামরুল ইসলাম ও মো. শফিউল আলম।
সংবর্ধিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল মন্নান। অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি শওকত হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমির কাসেম, মুজিবুর রহমান, মোহাম্মদ হোসেন, সদস্য প্রদীপ কুমার চৌধুরী, উদয়ন কুমার বড়ুয়া, এম এ হাশেম, জামাল উদ্দিন খান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান করেন। সবশেষে শিল্পী দিয়া ও রাইসা খানের কণ্ঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :