গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবিব (৭) ওই এলাকার আব্দুল আজিজের ছেলে ও আবিদ (৬) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো।
আপনার মতামত লিখুন :