সিলেটে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবে না, এবং একজনের টিকিটে অন্য কেউ চলাচলও করতে পারবে না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি-২৪ অক্টোবর থেকে এনআইডি ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না। রেল কর্তৃপক্ষ ও কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি, এনআইডি সংযোজনের মাধ্যমে কালোবাজারি অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে অনেকে যেতে পারছেন না। আমরা চাই অন্তত কিছু মানুষ যেন বিকল্পভাবে ট্রেনে যেতে পারেন। এ জন্য আজকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে-জরুরি প্রয়োজনে ৫৫ জন যাত্রী ট্রেনে যেতে পারবেন। তবে এই ব্যবস্থা শুধু আজকের জন্যই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন