শুধু অ্যাপল নয়, ভারতে পণ্য উৎপাদন করলে এবার স্যামসাংয়ের উপরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য কোনো দেশে পণ্য উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করলে, সেই পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘এটা শুধুমাত্র অ্যাপলের জন্য নয়, স্যামসাং-সহ যে সংস্থাই অন্য দেশে পণ্য উৎপাদন করবে তাদের উপর বসানো হবে এই শুল্ক’।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ এই বিষয়ে বার্তাও দেন ট্রাম্প। বলেন, ‘আমি অ্যাপলের সিইও টিম কুককে আগেই জানিয়েছিলাম যুক্তরাষ্ট্রে যে আইফোন বিক্রি হয়, তা এখানেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোনো দেশের উৎপাদন হলে আমরা ওই পণ্য ২৫ শতাংশ শুল্ক চাপাব।’
ট্রাম্পের এই ঘোষণার পর অ্যাপলের শেয়ারে পতন লক্ষ্য করা যায়। ২.৬ শতাংশ পড়ে যায় অ্যাপেলের শেয়ার। যার জেরে ৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয় অ্যাপলের।
উল্লেখ্য, অ্যাপলের সবচেয়ে বেশি ফোন উৎপাদিত হয় চীনে। সম্প্রতি জানা যায়, চীন থেকে তা সরিয়ে ভারতে স্থাপন করতে চান কুক। ভারতের বিরাট বাজার ও চাহিদার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তাতেই নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। তিনি চান অ্যাপল এই পণ্য যুক্তরাষ্ট্রেই তৈরি করুক।
তবে এক্ষেত্রে স্যামসাং-এর পরিস্থিতি কিছুটা ভিন্ন। ২০১৯ সালে চীনে শেষবার এই সংস্থার ফোন প্রস্তুত হয়েছিল। বর্তমানে স্যামসাং প্রস্তুত হয় ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ব্রাজিলে। চীনের সঙ্গে এই সংস্থার কোনো সম্পর্ক না থাকলেও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে ফোন।
তবে শুধু মোবাইল সংস্থা নয়, মার্কিন প্রেসিডেন্ট এবার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকেও। মার্কিনে আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিতে দেখা গিয়েছে তাকে।
এর প্রতিক্রিয়ায় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকভিক জানিয়েছেন, তারা ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন সম্মানের ভিত্তিতে, হুমকির ভিত্তিতে নয়।
আপনার মতামত লিখুন :