খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আচালং সীমান্ত দিয়ে আরও ৫ পরিবারের ১৯ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৬ মে) ভোরে তাদের ফেনী নদী দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। বাংলাদেশে প্রবেশের পর তারা বর্তমানে বিজিবি হেফাজতে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
জানা গেছে, তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা গিয়েছিলেন। সেখান থেকে আটক করে বিমানে করে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার গুলোমনিপাড়ায় নিয়ে আসা হয়। এ ছাড়াও দুপুরে পানছড়ি সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপ্রবেশ করা ব্যক্তিদের দাবি অনুযায়ী তারা বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা।
তিনি জানান, পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। এ নিয়ে চলতি মাসে তিনদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১১০ জনকে পাঠিয়েছে বিএসএফ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন