রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের মদদদাতা ও আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, এক্সেল বাবু নিজেকে কথিত বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতেন এবং এলাকার কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ারকে আশ্রয় ও অর্থসহ নানা ধরনের সহযোগিতা করতেন।
তিনি দীর্ঘদিন ধরে আনোয়ার ও তার সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডে ছায়াসঙ্গী হিসেবে কাজ করে আসছিলেন। এলাকার বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের পেছনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এক্সেল বাবুর বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভ ছিল। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
একাধিক সূত্র জানায়, এক্সেল বাবু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও গ্যাং সংস্কৃতি ছড়িয়ে আসছিলেন।
উল্লেখ্য, গ্রেপ্তারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর তিনটি গাড়ি মোহাম্মদপুরে এসে এক্সেল বাবুকে সঙ্গে নিয়ে যাচ্ছে।