বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর আগাসাদেক রোডের ৫ দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ অভিযানে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৯৭৮ বোতল সালসা এবং একটি মোটরসাইকেল।
মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন রাত ১২টা থেকে ১টার মধ্যে এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা বলেন, প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত তারা।
কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনা-বেচা শুরু হয়ে যেত।
তারা আরও জানান, সালসাগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। এগুলো মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দোকানগুলোতে মাদক সেবন করতে আসা বেশির ভাগই অল্পবয়সি যুবক।