ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

রাজধানীতে জাল নোট তৈরির সরঞ্জামসহ নারী গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০১:০৬ পিএম
সেনাবাহিনীর অভিযানে জাল নোট তৈরির সরঞ্জামসহ নারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে জাল নোট প্রস্তুত করা হচ্ছিল।

বুধবার (২৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেনাবাহিনীর কাফরুল সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীর একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৭ হাজার টাকার জাল নোট‌ এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। যেকোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।