বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে প্রতিকূল আবহাওয়ায় প্রসূতি এক নারীর পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের ওই নারীর প্রসব ব্যথা শুরু হলে তাকে জরুরি ভিত্তিতে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা নলিয়ান কোস্টগার্ড স্টেশনকে বিষয়টি জানায়।
কোস্টগার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রসব ব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয়।
কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ‘পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।’
তিনি বলেন, ‘কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ।’
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন