চকরিয়ার বদরখালীতে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে মোহাম্মদ আব্দুর রশিদ (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ছনুয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, স্থানীয় নদীতে মাছ শিকারের জাল বসানো নিয়ে নিহত আব্দুর রশিদের সঙ্গে স্থানীয় মোহাম্মদ সায়েমের বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার জের ধরে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় নিহত রশীদের ভাই মোহাম্মদ তজুম উদ্দিন গুরুতর আহত হয়। তার অবস্থাও আশস্কাজনক।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। হত্যায় জড়িতের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘লাশের সুরতহাল রির্পোট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন