ফরিদপুরের সদরপুরে আগুনে পুড়ে তিনটি বসতঘর ছাই হয়ে গেছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের নলেরটেক গ্রামের শেখ নুরুল ইসলামের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার বিষয়ে ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বলেন, ‘রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। আগুন নেভানোর আগেই তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় তাদের এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। খাবারের ব্যবস্থা না থাকায় রাতে না খেয়েই থাকতে হবে পুরো পরিবারকে।’
চরভদ্রাসন ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনায় নগদ টাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১২ লাখ টাকার মালামাল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 
                            -20250612044532.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন