মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ছয়জন শিশু, চারজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন।
বিজিবি জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেন রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে বড়লেখা থানার ডিউটি আফিসার আতিকুর রহমান বলেন, ‘উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনো হস্তান্তর করেনি।’
বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ গণমাধ্যমকে বলেন, ‘আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ১৩ জন মিয়ানমারের নাগরিক।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

 
                            -20250613114716.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন